প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
অথচ সেই ১৯৭১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই বিধানসভায় লাগাতার কখনও কংগ্রেস অথবা কখনও ফব জিতে এসেছে। সেই সময় তৃণমূল ছিল না। লড়াই হতো বাম-কংগ্রেসের মধ্যে। ১৯৭১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এখানে দশবার নির্বাচন, উপ নির্বাচন হয়েছে। তারমধ্যে ফব পাঁচবার ও কংগ্রেস চারবার জয়ী হয়েছে। এই সময়কালের মধ্যে কংগ্রেস নেতা মহম্মদ ফজলে হক, কেশবচন্দ্র রায়, ফব নেতা দীপক সেনগুপ্ত, হিতেন নাগ, নৃপেন্দ্রনাথ রায়রা বিধায়ক হয়েছেন। একবার মহম্মদ ফজলে হক নির্দল হিসেবে জয়ী হয়েছিলেন। ফব ও কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে ভয়-ভীতি দেখানোর অভিযোগ তুলছে। যদিও তৃণমূল এসবকে পাত্তা না দিয়ে ওই দুই দলের প্রার্থীর জামানত জব্দ হবে বলে দাবি করেছে।
সিতাইয়ের ফব প্রার্থী অরুণকুমার বর্মা বলেন, প্রচার চলছে। আমাদের পুরনো কর্মীরা বসে রয়েছেন। তাঁদের উজ্জীবিত করার জন্য কাজ চলছে। এখন যাঁরা বিরোধী, তাঁরা অনেকে এক সময় আমাদের দলেই ছিলেন। তৃণমূলের সন্ত্রাস রয়েছে। সাধারণ কর্মীরা সাহস পাচ্ছেন না। এখানে কঠিন লড়াই। সিপিএমও আমাদের সহায়তা করছে।
সিতাইয়ের কংগ্রেস প্রার্থী হরিহর সিংহ রায় বলেন, এখানে মানুষ ভীত। রাস্তায় যাঁদের পাচ্ছি তাঁদের মধ্যে প্রচার করছি।