নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কালীপুজোয় দুঃস্থ প্রবীণদের পাশে দাঁড়াল জলপাইগুড়ি জেলা পুলিস। বৃহস্পতিবার কোতোয়ালি থানায় শতাধিক দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধার হাতে শীতবস্ত্র তুলে দেন জেলার পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত। বলেন, অন্যান্য থানাতেও এই কর্মসূচি হবে। দুঃস্থ প্রবীণদের হাতে আমরা খাবার, ওষুধ ও শীতবস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করছি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে।এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার নবনির্মিত গেট ও কালীপুজোর উদ্বোধনে আসেন পুলিস সুপার। সেখানেই তিনি বলেন, জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় এক বছর ধরে পুলিসের ‘প্রণাম’ কর্মসূচি চলছে। এর আওতায় প্রায় দেড়শো দুঃস্থ ও নিঃসঙ্গ প্রবীণকে নিয়মিত সাহায্য করে চলেছে পুলিস। রাতবিরেতে কারও ওষুধ কিংবা চিকিৎসার প্রয়োজন হলে ফোন করলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে পুলিস। এজন্য প্রত্যেক ওয়ার্ডে পুলিসের পক্ষ থেকে একজন করে কো-অর্ডিনেটর রাখা হয়েছে। তিনি নিয়মিত বাড়ি বাড়ি ঘুরে কোনও প্রবীণের কিছু প্রয়োজন রয়েছে কি না, তা জানার চেষ্টা করেন। সেইমতো থানাকে জানালে ব্যবস্থা নেওয়া হয়। কখনও পুলিস তাঁদের বাড়িতে নিজেদের টাকায় খাবার পৌঁছে দিচ্ছে, কখনও আবার ওষুধপত্র কিংবা চিকিৎসার ব্যবস্থা করছে।
জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ‘প্রণাম’ কর্মসূচি সফল হওয়ায় মালবাজার, ময়নাগুড়ি ও ধূপগুড়ি থানা এলাকাতেও তা চালু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিস সুপার। তিনি বলেন, সবমিলিয়ে প্রায় ছ’শো দুঃস্থ ও নিঃসঙ্গ প্রবীণের সারাবছর দেখভালের দায়িত্ব নিয়েছে জেলা পুলিস।