সংবাদদাতা, শিলিগুড়ি: বৃহস্পতিবার কালীপুজোর ভোরে শিলিগুড়ির মহাবীরস্থান উড়ালপুলের নীচে অস্থায়ী ফুল বাজারে কয়েক হাজার ক্রেতার সমাগম হয়। অন্যদিকে, বেলা গড়ালে কাওয়াখালির বাজি বাজারে পৌঁছন আতশবাজি ক্রেতারা। উড়ালপুলের নিচের অংশ ছাড়াও হিলকার্ট রোড, সেভক মোড়ে রাস্তার ধারে গাঁদাফুলের পসরা সাজিয়ে বসেন অনেকে। দীপাবলিতে বাড়ি, দোকান সাজিয়ে তোলার জন্য সমতল থেকে পাহাড় সর্বত্র গাঁদাফুলের বিপুল চাহিদা থাকে। এবারও তার অন্যথা হয়নি। সকাল হতেই দলে মানুষ গাঁদাফুল, কলাগাছ সহ পুজোর অন্যান্য ফুল কিনতে চলে আসে। শিলিগুড়ি শহর ও লাগোয়া এলাকার বাসিন্দাদের ভিড়ে উপচে পড়ে ফুল বাজার। যার জেরে পা রাখার জায়গা ছিল না। গাঁদা ফুলের একটি তিন ফুটের চেনের খুচরো দাম ছিল ৪০-৫০ টাকা।
নদীয়ার বেথুয়াডহরি থেকে আসা ফুলচাষি দ্বিজেন দাস বলেন, এবার বন্যায় ফুলের যথেষ্ট ক্ষতি হয়েছে। অনেক গাছ জলে ডুবে গিয়েছে। সেকারণে ফুলের উৎপাদনে যথেষ্ট কম।
অন্যদিকে, বাজি বিক্রেতা ভবেশ সাহা, অমল দাস, দীপক পাল বলেন, মঙ্গলবার ধনতেরসে জমে উঠেছিল বাজার। এদিনও বিক্রি ভালোই হয়েছে। তুবড়ি, রকেট, স্কাইশট, চড়কি, তারাবাতির চাহিদা ছিল বেশি। ছোটদের চাহিদা ছিল ড্রোন, হেলিকপ্টার সহ নানা ধরনের মডেলের বাজিতে।