প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
জেলা স্বাস্থ্য আধিকারিকদের একাংশের ধারণা, গত কয়েক বছর ধরে শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি চিকিৎসা পরিষেবায় উন্নত পর্যায়ে পৌঁছেছে। বারবার কায়াকল্পে রাজ্য সেরার স্বীকৃতি পাচ্ছে। এরমধ্য দিয়ে জেলাস্তরে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে রাজ্য সরকারের কৃতিত্ব ধরা পড়ছে। যা কেউ কেউ মেনে নিতে নিতে পারছেন না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই সাফল্যকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে কোনও স্তর থেকে ষড়যন্ত্র হতে পারে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক এই দু’টি ঘটনার প্রেক্ষিতে হাসপাতালে এক মেডিক্যাল অফিসারকে শোকজ করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করতে চাননি। শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডাঃ চন্দন ঘোষ বলেন, পরপর যে দু’টি ঘটনা ঘটেছে সেই সময় আমি ছুটিতে ছিলাম। কাজে যোগ দেওয়ার পর পুরো ঘটনা খতিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিককে রিপোর্ট দিয়েছি। তারপর সেখান থেকে তদন্ত কমিটি গড়ে এই দু’টি ঘটনার কারণ অনুসন্ধান করা হয়েছে। তাই এ ব্যাপারে যা বলার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকই বলবেন।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রমাণিক বলেন, শিলিগুড়ি জেলা হাসপাতালে সাম্প্রতিক সময়ে যে দু’টি ঘটনা নিয়ে অভিযোগ এসেছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে তদন্ত কমিটির রিপোর্ট মিলিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছব। কারও গাফিলতি বা ত্রুটি ধরা পড়লে পদক্ষেপ নেওয়া হবে। কেউ রেহাই পাবেন না।