প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
তৃণমূল সূত্রে খবর, ব্লকে ১৩টি অঞ্চলে বুথের সংখ্যা ২২৬টি। পঞ্চায়েত নির্বাচনের পর কমলাগাঁও সুজালি অঞ্চলে নতুন সভাপতি ও কমিটি গঠন করা হয়েছে। কিন্তু বুথ কমিটি গঠন করা হয়নি। অঞ্চলটিতে ২৭ টি বুথ আছে। সুজালির তৃণমূল নেতা তথা ব্লক কমিটির সহ সভাপতি কামালউদ্দিন বলেন, ১৮ টি বুথে নতুন কমিটি করা হয়েছে। ৩ তারিখ বাকি বুথগুলির কমিটি গঠন করা হবে। অনেক বুথ কমিটিতে নতুন মুখ আনা হচ্ছে।
২৩ অক্টোবর ব্লক কমিটির বিজয়া সম্মিলনীতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এক মাসের মধ্যে বুথ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। তারপরেই সক্রিয় হয়েছে নেতৃত্ব।
দলের ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, ২০২৬ বিধানসভার কথা মাথায় রেখে শক্তিশালী বুথ কমিটি করছি। এখন থেকে কমিটিগুলি তৈরি হলে একাধিক দলীয় কর্মসূচির মাধ্যমে দলের কথা ছড়িয়ে দেওয়া যাবে।
দলের জন্য ভোট সংগ্রহের মূল কাজ বুথের কর্মীরাই করেন। তাই শক্তিশালী বুথ মানেই জয় অনেকটা নিশ্চিত। সেজন্য অঞ্চল সভাপতিরা কমিটি তৈরির কাজ দ্রুতগতিতে শুরু করেছেন। গত নির্বাচনে দেখা গিয়েছে, তৃণমূল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলি অনেক বুথে কমিটি গঠন করতে পারেনি। ফলে একাধিক বুথে নির্বাচনী এজেন্ট দিতে পারেনি তারা। সেদিক থেকে তৃণমূল অনেকটাই সংগঠিত।