প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
ইরানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার বিস্ফোরণে কোঁপে ওঠে ইরানের তেহরান এবং করজ শহর। স্থানীয় সূত্রে খবর, তোহরান এবং করজ শহরে মোট সাতটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যদিও ইরান সরকারিভাবে জানিয়েছে, ইজরায়ালের এই হামলার জেরে ইরানে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ইজরায়েল যে হামলা চালাতে পারে, তার জন্য তারা আগে থেকেই প্রস্তুত ছিল।
এই হামলার পরেই ইরান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত বিমান চলাচল বাতিল করেছে। পাশাপাশি, ইজরায়েলও আসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা করেছে। ইরানের তরফ থেকে ইতিমধ্যেই এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, হামাসের মতোই হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীকে শেষ করতে অভিযানে নেমেছে ইজরায়েল। আমেরিকা বা ফ্রান্স কোনও দেশেরই যুদ্ধবিরতির প্রস্তাবে কান না দিয়ে সম্প্রতি লেবাননে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় নেতানিয়াহুর দেশ। হামলায় নিহত হন হিজবুল্লার এক শীর্ষ কমান্ডার মহম্মদ হুসেন সুরৌর। সেই হামলার প্রতিশোধ নিতেই ইজরায়েলে ব্যালাস্টিক মিসাইলের সাহায্যে হামলা চালায় ইরান। ওই হামলার বেশ কিছু সপ্তাহ পরই আজ ইজরায়েলের এই প্রত্যাঘাত।