প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, অ্যাবটাবাদে পাকিস্তান সেনা ক্যাম্পের ঠিক পাশেই শিবিরটি তৈরি করা হয়েছে। ফলে জঙ্গি প্রশিক্ষণের কাজে এই শিবির পুরোপুরি নিরাপদ। কারণ পাক সেনার অনুমতি ছাড়া এখানে মাছি গলারও সুযোগ নেই। শিবিরের নজরদারির দায়িত্বে রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক জেনারেল। অস্ত্র চালনা সহ যুদ্ধবিদ্যার বিভিন্ন দিক নিয়ে এই শিবিরে একঝাঁক অল্পবয়সি ছেলেমেয়ের প্রশিক্ষণ চলছে। শুধু প্রশিক্ষণই নয়, অ্যাবটাবাদের এই শিবির থেকে তিন জঙ্গি সংগঠন তাদের নিয়োগের কাজও চালাচ্ছে বলে খবর।
২০১১ সালে মার্কিন বাহিনীর সিক্রেট অপারেশনে লাদেন খতম হওয়ার পর নিহত আল কায়েদা প্রধানের উঁচু প্রাচীরে ঘেরা সেই গোপন আস্তানা ২০১২ সালে ভেঙে দিয়েছিল পাকিস্তান। তবে অ্যাবটাবাদে ভারত বিরোধী যৌথ জঙ্গি শিবিরটি লাদেনের সেই ভেঙে দেওয়া কুখ্যাত বাড়ির জমিতেই গড়ে উঠেছে কি না, তা স্পষ্ট নয়। শুধু জানা গিয়েছে, সন্ত্রাসের এই নয়া কারখানাটি তৈরি হয়েছে কুখ্যাত তিন জঙ্গিনেতা হাফিজ সইদ, সইদ সালাউদ্দিন ও মাসুদ আজহার পরিচালিত তিন নিষিদ্ধ সংগঠনের যৌথ উদ্যোগে। উল্লেখযোগ্য বিষয় হল, এই তিনজনই রয়েছেন এনআইএ-র মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায়।