প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
মৃত কিশোরের নাম অনুরাগ যাদব। জাতীয় পর্যায়ের এই তাইকোন্ডো খেলোয়াড় ইন্দো-নেপাল আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন। একটি জমি নিয়ে গত প্রায় ৪০ বছর ধরে প্রতিবেশীদের সঙ্গে অনুরাগদের পরিবারের বিবাদ চলছে। এদিন সকালে নতুন করে ঝামেলা শুরু হয়। মুহূর্তে তা চরম আকার ধারণ করে। অভিযোগ, সেইসময় তলোয়ার নিয়ে প্রতিবেশীরা হামলা চালায় অনুরাগের উপর। তলোয়ারের কোপে অনুরাগের গলা ও ধড় আলাদা হয়ে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে চিৎকার শুরু করে পরিবারের লোকজন। তড়িঘড়ি ঘটনাস্থল পালিয়ে যায় হামলাকারীরা। ছেলের কাটা মুণ্ড কোলে নিয়েই পাগলের মতো আর্তনাদ করতে থাকেন মা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক, পুলিস সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। তিনদিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি চলবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত। ইতিমধ্যেই দু’জনকে হেপাজতে নিয়ে হত্যাকারীর খোঁজ চালাচ্ছে পুলিস।
বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। যোগী সরকারকে কটাক্ষ করে সপা সুপ্রিমো বলেন, ‘উত্তরপ্রদেশের বর্তমান সরকার ও ক্রমবর্ধমান অপরাধের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। সরকার-প্রশাসন ক্রমে দুর্বল ও নিষ্ক্রিয় হচ্ছে। আর অপরাধীরা আরও শক্তিশালী ও সক্রিয় হচ্ছে।’