প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
উত্তরপ্রদেশের রায়বেরিলিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। দাদার হয়ে প্রচারে গিয়েই ধর্ম নিয়ে মোদির ‘দ্বিচারিতা’র বিরুদ্ধে সরব হয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, জাতপাতের নীতিই হল ভোটপ্রচারে বিজেপির প্রচারের মূল হাতিয়ার। ইতিমধ্যেই সংখ্যালঘু ভোটব্যাঙ্কের ইস্যুতে কংগ্রেসকে বারবার আক্রমণ করেছেন মোদি। তিনি দাবি করেছেন, কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপরে মুসলিমদের অধিকার সবার আগে। অর্থাৎ, যাঁদের পরিবারে বেশি সন্তান রয়েছে, তাঁদেরই দেশের সম্পদ বণ্টন করা হবে। তিনি কংগ্রেসের ইস্তাহারে ‘মুসলিম লিগের’ ছায়া দেখেছেন। দাবি করেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে রামমন্দিরে তালা ঝুলিয়ে দেবে। মা-বোনেদের মঙ্গলসূত্র কেড়ে নেবে। কিন্তু, চার দফা ভোটের পর হঠাৎই মোদির ভোলবদল হয়েছে। তিনি জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দেন না বলে দাবি করছেন। কিন্তু, তাতে ভোটারদের ভুল বোঝানো যাবে না বলেই মনে করেন প্রিয়াঙ্কা। কংগ্রেসে নেত্রীর দৃঢ়বিশ্বাস, দেশের মানুষ ইভিএমেই এই ‘দ্বিচারিতার’ যোগ্য জবাব দেবেন।