প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
মোদি বলেন ‘বালাসাহেব বলেছিলেন, যেদিন তাঁর দল কংগ্রেসের পথে চলতে শুরু করবে, সেদিনই শিবসেনার পতন হবে।’ এরপরই তিনি যোগ করেন, ‘ডুপ্লিকেট’ শিবসেনা কংগ্রেসের কাছে নতজানু হয়েছে। তাই, মহারাষ্ট্রের মানুষ তাদের শাস্তি দেওয়ার জন্য মনস্থির করে ফেলেছে। এদিন, সংখ্যালঘু ভোটব্যাঙ্কের প্রশ্নে কংগ্রেসকে ফের কটাক্ষ করেছেন মোদি। তাঁর দাবি, ‘কংগ্রেসের কাছে সংখ্যালঘু মানেই তাদের প্রিয় ভোটব্যাঙ্ক। কিন্তু, আমি নিপীড়িত মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে অন্যতম চৌকিদার। তাই, দেশে কখনই ধর্মের ভিত্তিতে ভেদাভেদ হতে দেব না।’
উল্লেখ্য, বালাসাহেব থ্যাকারের শিবসেনা ভেঙে দু’টুকরো হয়েছে। দলের প্রতীক ও নাম হাতছাড়া হয়েছে বালাসাহেব-পুত্র উদ্ধবের। দলের নাম ও প্রতীক পেয়েছে একনাথ সিন্ধের নেতৃত্বাধীন গোষ্ঠী। একই অবস্থা এনসিপি’রও। বিদ্রোহী ভাইপো অজিত পাওয়ারের কাছে দলের মালিকানা হারিয়েছেন প্রতিষ্ঠাতা শারদ পাওয়ার। সিন্ধে ও অজিতের দল এখন বিজেপির শরিক।