প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এদিন ঘটকপুকুর বাসন্তী থেকে কাঁঠালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত শোভাযাত্রা করে বামেরা। শুরুতে হুডখোলা জিপে ছিলেন যাদবপুর লোকসভার প্রার্থী সৃজন ভট্টচার্য। শোভাযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালে সৃজন নেতাজিনগর এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। তার থেকে ঠিক কয়েক মিনিট দূরে আজাদগড়ে প্রচার করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এর আগে সায়নী বাঁশদ্রোণীতে প্রচার করেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রাতে তিনি পৌঁছে যান সোনারপুরে। বাড়ি ফেরার সময় সায়নীর কাছে খবর আসে, বাড়িতে বাজার নেই। প্রচার শেষে মাছ কিনতে নেমে পড়েন প্রার্থী। অন্যদিকে, সৃজন ভাঙড়ে রোড শো করেন। উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, অভিনেত্রী উষসী চক্রবর্তী প্রমুখ।
সকালে নেতাজিনগরে জনসংযোগে ভালোই সাড়া পেয়েছেন সৃজন। এক ব্যক্তি তাঁকে এগিয়ে এসে বলেন, সোমনাথ চট্টোপাধ্যায়কে আপনার পার্টি বহিষ্কার করেছিল। এর পাশাপাশি ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে সিপিএমের থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ওই ব্যক্তি। সৃজন হাসি মুখে তাঁকে বলেন, তৃণমূলের সঙ্গে বাংলায় আমাদের জোট নেই। সৃজন যখন নেতাজি নগরে, সায়নী আজাদগড়ে প্রচার করেন। অরূপ বিশ্বাসের সঙ্গে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। তিনি বলেন, আমাকে সুযোগ দিন, তারপর বলবেন যাদবপুর নিজের মেয়েকে পেল কি না। সন্ধ্যায় তিনি সোনারপুর দক্ষিণ বিধানসভায় কালিকাপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি প্রচার করেন। এখানেও তাঁর সঙ্গে ছিলেন অরূপবাবু।