নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার স্বাস্থ্যক্ষেত্রে প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল গোষ্ঠী মনিপাল হসপিটালস। হাসপাতাল সূত্রে এই খবর জানা গিয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মনিপালের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর দিলীপ জোস বলেন, ‘২২০০ কোটি টাকা ঢালা হয়েছে আমরি হাসপাতাল গোষ্ঠীর অধিগ্রহণে।’ হাসপাতালের এক মুখপাত্র জানান, এছাড়া মেডিকা হাসপাতাল গোষ্ঠীর অধিগ্রহণে ১৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই জাতীয় স্তরে অধিগ্রহণের ফলে সল্টলেকের কলম্বিয়া এশিয়া হাসপাতাল এখন মনিপাল হাসপাতাল। ফলে আমরির তিনটি (ঢাকুরিয়া, মুকুন্দপুর ও সল্টলেক), মেডিকার (মুকুন্দপুর) একটি ও সল্টলেকের হাসপাতালটি মিলিয়ে কলকাতায় শীঘ্রই তাদের পাঁচটি হাসপাতাল হতে চলেছে। বেড সংখ্যা বেড়ে হতে চলেছে ১৫০০, যা কিনা কলকাতার প্রাইভেট হাসপাতালগুলির মধ্যে সর্বোচ্চ। পূর্ব ভারতের হিসেব ধরলে হাসপাতাল এবং বেড সংখ্যা দুটোই আরও বাড়বে। ‘রাজারহাটেও শীঘ্র ৩৫০ বেডের একটি নতুন (গ্রিনফিল্ড) হাসপাতাল তৈরি করা হবে।’ সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার একথাও জানান হাসপাতাল গোষ্ঠীর অন্যতম শীর্ষকর্তা দিলীপ।
কিন্তু, কলকাতাসহ বাংলায় এত বিনিয়োগের কারণ কী? তিনি বলেন, ‘আমাদের বেঙ্গালুরুর হাসপাতালগুলিতে যত রোগী আসেন, তাঁদের ২০-২৫ শতাংশই বাংলার। পশ্চিমবঙ্গেই যদি আমরা চলে আসি, বাংলার রোগীদের আর যাতায়াত ভাড়া খরচ করে বেঙ্গালুরু যেতে হবে না।’ এদিন আনুষ্ঠানিকভাবে আমরি গোষ্ঠীর হাসপাতালগুলিতে নিজেদের লোগা, সাইনেজ, ইউনিফর্ম, ওয়েবসাইটসহ সমস্ত কিছু পরিবর্তনের বিষয়টি সাংবাদিকদের জানান মনিপাল কর্তারা। বলেন, শহরে আধুনিক ক্যান্সার চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন ইত্যাদি ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।