পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ
জানা গিয়েছে, চলতি বছর ২৫ ফেব্রুয়ারি রাতে গুমা স্টেশন লাগোয়া পড়শি তুহিন দত্তের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ তুহিনের বাড়িতে ঢুকে বিজনকে খুন করে গৌতম দাস। পরিবারের দাবি ছিল, গৌতমের একাধিক বেআইনি কাজে বাধা দেন বিজন। তাই আগে থেকেই গৌতমের ‘টার্গেট’ ছিলেন তিনি। উপপ্রধান হলে সেই আক্রোশ বাড়তে থাকে। সেখান থেকেই ওইদিন সে বিজনকে গুলি করে খুন করে।