পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ
পুলিসের একটি সূত্র বলছে, সম্প্রতি শিবপুরের পিএম বস্তি এলাকায় গ্যাং ওয়ারের কারণে দুষ্কৃতী খুন, শালিমার রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য ইত্যাদির জেরে শহরে নাকা চেকিং বৃদ্ধি হয়েছে। বিশেষ করে জিটি রোড, ফোরশোর রোড, সালকিয়া, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে গভীর রাতে যাত্রীবাহী ছোট গাড়ি, এমনকী বাইক ধরে ধরে তল্লাশি চলছে। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, চলতি মাসেই বিশেষ অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কিছু স্থানীয় দুষ্কৃতীকে গ্রেপ্তারও করা হয়েছে। সাইবার ক্রাইম রুখতেও বিশেষ ড্রাইভ নেওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র