ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
পুলিসের পক্ষ থেকে বলা হয়, এই সময় অভিযুক্ত জামিন পেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই ব্যবসায়ী রাতে বাস ধরার জন্য মুচিপাড়া এলাকায় অপেক্ষা করছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা এক ব্যক্তি নিজেকে পুলিস অফিসার পরিচয় দিয়ে তাঁর ব্যাগে মাদক আছে বলে তল্লাশি শুরু করে। তখন কয়েকজন যুবক ব্যবসায়ীকে ঘিরে ধরে ব্যাগ নিয়ে চম্পট দেয়। এরপরই ওই ব্যবসায়ী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস ঘটনার তদন্তে নামে।