ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
জানা গিয়েছে, তিলজলা, তপসিয়া, ট্যাংরা, বালিগঞ্জ, গার্ডেনরিচ, গল্ফ গার্ডেন, লেক গার্ডেন অঞ্চলে জল জমার সমস্যা মেটাতে এই টাকায় নতুন পাইপলাইন পাতা হবে। বড় কাজ হবে ট্যাংরা অঞ্চলে। সেখানে পুলিন খটিক রোড থেকে পটারি রোড পর্যন্ত নতুন নিকাশিলাইন পাতা হবে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের এক কর্তা জানান, পামার বাজার পাম্পিং স্টেশনে নতুন দু’টি পাম্প বসানো হবে। তার সঙ্গে যুক্ত করা হবে এই নয়া নিকাশিলাইন। এর ফলে ওই অঞ্চলে অল্প বৃষ্টিতেই যেভাবে জল জমে, সেই দুর্ভোগ মিটবে। এছাড়া, পরমা আইল্যান্ড এলাকার পুরনো এবং মজে যাওয়া বৈচি খাল নতুন করে কাটা হবে, যা বিদ্যাধরী নদীর সঙ্গে যুক্ত রয়েছে। এর ফলে সায়েন্স সিটি এলাকায় জল জমার সমস্যা মিটবে। গঙ্গার ১৩টি লকগেটে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করার পরিকল্পনাও করেছে পুরসভা। এক আধিকারিক বলেন, ‘কেন্দ্রীয় সরকারের তরফে ৫০০ কোটি টাকার বেশি বরাদ্দ মিলবে। এই টাকায় আমরা আর্লি ওয়ার্নিং ফ্লাড সিস্টেম তৈরি করব। তার জন্য শহরের প্রত্যেকটি লকগেট খুলতে বা বন্ধ করতে কোনও কর্মীর দরকার হবে না। সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে সবটা নিয়ন্ত্রণ করা যাবে। এর জন্য যেসব স্বয়ংক্রিয় মেশিন লকগেটগুলিতে বসাতে হবে, সেগুলি আমরা রাজ্য সরকারের দেওয়া টাকায় কিনব।’ পুর-কর্তৃপক্ষ আরও জানাচ্ছে, পাহাড়পুর রোড, কুষ্টিয়া, তিলজলা মসজিদ বাড়ি লেন, নিউ বালিগঞ্জ, ঢালিপাড়া, বেহালার মহাত্মা গান্ধী রোড, কবরডাঙা অঞ্চলে নতুন নিকাশি পাইপলাইন পাতার কাজ হবে এই অর্থে।