প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
আর জি করের ঘটনার পর রাজ্যজুড়ে নারী নিরাপত্তা বৃদ্ধিতে পিঙ্ক মোবাইল ভ্যানের সূচনা করেছিল রাজ্য সরকার। হাওড়া সিটি পুলিসের তরফেও দুর্গাপুজোর সময় চালু করা হয়েছিল তিনটি পিঙ্ক মোবাইল ভ্যান। তাতে সাফল্যও মিলেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মহিলা হস্টেল, হাওড়া ময়দান, জিটি রোড, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় ইভটিজারদের দৌরাত্ম্য অনেকটাই কমেছে। পিঙ্ক পেট্রলিং ভ্যানের অনেক আগেই হাওড়া মহিলা থানার উদ্যোগে তৈরি করা হয়েছিল উইনার্স টিম। সেই টিমের ১৭ জন সদস্যকে দুর্গাপুজোর মত এই দীপাবলির সময়ও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া নর্থ, হাওড়া সাউথ ও হাওড়া সেন্ট্রালে তিনটি দলে ভাগ হয়ে কখনও বাইকে, আবার কখনও সাইকেলে চেপে অলিগলিতে ঘুরছেন তাঁরা।
হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, হাওড়া স্টেশনে রাতের শেষ ট্রেন আসা পর্যন্ত বাইরে উইনার্স টিমের সদস্যরা নজর রাখছেন। অফিস ফেরত মহিলাদের অনেকেই স্টেশনের বাইরে এসে বিভিন্ন সমস্যায় পড়েন। আমাদের উইনার্স বাহিনী থাকায় তাঁরা অনেকটাই নিরাপদ বোধ করছেন। গত বুধবার রাতে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কদমতলার বাড়িতে ফেরার পথে ফাঁকা রাস্তায় একটিও টোটো না পেয়ে নিরাপত্তার অভাব বোধ করছিলেন দিশা তিওয়ারি নামের এক তরুণী। সঙ্গে সঙ্গে সামনে হাজির উইনার্স বাহিনী। তরুণী বলেন, অফিস থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। পরিবারের সবাই ভীষণ চিন্তিত ছিল। তবে পুলিস এভাবে পাশে থাকলে কোনও ভয় নেই।