পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
ফরচুন এডিবল অয়েলসের গ্রুপ প্রজেক্ট ম্যানেজার প্রশান্ত পান্ডে বলেন, আমরা গোড়া থেকেই প্যাকেটের গায়ে যেমন এক লিটার কথাটি উল্লেখ করি, তেমনই ৯১০ গ্রাম কথাটিরও উল্লেখ থাকে। অথচ কিছু তেল সংস্থার সয়াবিন তেলের ওজন ৮৫০ গ্রাম। কেনার সময় ক্রেতাদের অনেকেই সেদিকে নজর দেন না। তাঁরা ধরে নেন, প্যাকেটে ১ লিটার তেলই আছে। ফরচুন কর্তারা জানাচ্ছেন, ক্রেতাদের এই বিষয়ে সচেতন করতে এগিয়ে এসেছেন তাঁরা।