নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দামামা বেজে গেল মোহন বাগানে। শনিবার ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে ইলেকশন বোর্ড গঠিত হয়। প্রাক্তন প্রধান বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বোর্ড নির্বাচনের দায়িত্বে। সবমিলিয়ে বসন্তের বাতাসও বেশ গরম। এদিন নির্ধারিত সময়ের অনেক আগেই তাঁবুতে হাজির হন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি। রীতিমতো ধুন্ধুমার শুরু হয় এজিএমে। শাসক গোষ্ঠীর পথের কাঁটা তিনিই। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, শাঁসালো ভোটব্যাঙ্ক তাঁর পকেটে। বৈঠকের মাঝপথে ডাক পেয়ে ঝাঁঝালো বক্তব্য তুলে ধরেন সৃঞ্জয় ওরফে টুম্পাই। কী বলছেন দেবাশিস? পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরিতে জুড়ি নেই বাগান সচিবের।
দেবাশিস জানান, ‘ক্লাবের বর্তমান কমিটি নির্দিষ্ট সময়েই নির্বাচন করতে বদ্ধপরিকর। তার জন্য ইতিমধ্যেই একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। আসলে কয়েকজন সমর্থক চিঠি পাঠিয়েছেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের পরামর্শও নেওয়া হবে।’ অন্যদিকে সৃঞ্জয় বসু জানান, ‘আমার ধারণা, ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট হচ্ছে। সবাই দ্রুত নির্বাচন চান। বর্তমান কমিটির মেয়াদ ৩ বছর। আর তা বাড়ানো যেতে পারে না।’