হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
২০০৪ সালে আমেরিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের ৪ উইকেটে ৩৪৭ রানই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক। এদিন সেই রেকর্ড ভেঙে দেয় ইংল্যান্ড। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক রানের মালিক এখন অস্ট্রেলিয়া (৩৫৬-৫)। রান তাড়া করতে নেমে অবশ্য ২৭ রানে ২ উইকেট খুইয়েছিল অজিরা। চূড়ান্ত ব্যর্থ ওপেনার ট্রাভিস হেড (৫) ও ক্যাপ্টেন স্টিভ স্মিথ (৬)। এরপর লাবুশানে (৪৭) ও শর্ট (৬৩) আউট হলে চাপ বাড়ে অজিদের। কিন্তু পঞ্চম উইকেট ইংলিস ও অ্যালেক্স কেরির ১৪৬ রানের জুটিতে জয়ের পথ প্রশস্ত হয় অস্ট্রেলিয়ার। ৬৯ রান করে কেরি ডাগ আউটে ফিরলেও ইংলিস থামেননি। ছক্কা মেরে শতরান পূর্ণের পর দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করলেন গ্লেন ম্যাক্সওয়েলও (১৫ বলে অপরাজিত ৩২)।