হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
শিবিরে যাতে আত্মতুষ্টি বাসা না বাঁধে তা নিয়ে সতর্ক গিল। তিনি বলেছেন, ‘আমরা কোনওভাবেই পাকিস্তানকে হাল্কাভাবে দেখছি না। এই ম্যাচ ঘিরে উন্মাদনা মারাত্মক। এই লড়াইয়ের সঙ্গে জুড়ে রয়েছে প্রবল আবেগ। প্রচুর মানুষ এই ম্যাচ দেখেন, উত্তেজনায় কাঁপেন। সেই আবেগ, উন্মাদনাকে সম্মান জানানো উচিত। আর ক্রিকেটার হিসেবে বলতে পারি যে, আমরা সেরাটাই মেলে ধরব। দলকে জেতানোর চেষ্টা করব প্রাণপণে।’ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ১০১ রানের ইনিংস দেখিয়েছে তিনি কতটা পরিণত। সেই অভিজ্ঞতা থেকে তাঁর বিশ্লেষণ, ‘টস কোনও ফ্যাক্টর হবে না। কারণ শিশির পড়ছে না। তবে পরে ব্যাট করলে বাড়তি চাপ থাকে। আমরা আক্রমণাত্মক ক্রিকেটই খেলব। সে জন্য ইতিবাচক থাকা জরুরি। এই উইকেটে ৩০০-৩২৫ রান ভালো স্কোর। মিডল ওভারে যারা ভালো ব্যাট করবে তাদেরই জেতার সম্ভাবনা বেশি।’