হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
সামি বুমরাহর অনুপস্থিতি ঢাকতে মহম্মদ সামির উপরেই ভরসা রেখেছে ভারত। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সেই আস্থার মর্যাদাও দিয়েছেন তিনি। রবিবার বাবর ও রিজওয়ানকে দ্রুত ফেরানোই তাঁর প্রাথমিক লক্ষ্য।
রোহিত কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন ভারত অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ১৯ ইনিংসে ৮৭৩ রান রয়েছে হিটম্যানের।
গড় ৫১.৩৫
স্ট্রাইক রেট ৯২.৩৮
শতরান ২
অর্ধশতরান ৮
গিল রয়েছেন দুরন্ত ফর্মে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সেরা হয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে তিন ইনিংসে তাঁর সংগ্রহ ৮৪। এই পরিসংখ্যান নিশ্চিতভাবেই উন্নত করতে চাইবেন গিল।
বাবর ব্যাটিংয়ে পাকিস্তানের সেরা ভরসা। প্রতিভা নিয়ে সংশয় নেই। তবে ধারাবাহিকতার অভাব রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবার প্রচুর ডটবল খেলায় সমালাচিত হন। ভারতের বিরুদ্ধে সাত ইনিংসে তাঁর সংগ্রহ ২১৮ রান।
শাহিন পাকিস্তানের পেস বিভাগের সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদি। বাঁ-হাতি পেসার ভারতের বিরুদ্ধে চার ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। নিঃসন্দেহে নতুন বলে শাহিন কড়া পরীক্ষা নেবেন রোহিত-গিলদের।
রিজওয়ান পাকিস্তানের অধিনায়ক এই ফরম্যাটে ভারতের বিরুদ্ধে খেলেছেন তিনটি ম্যাচ। দুই ইনিংসে তাঁর সংগ্রহ মোট ৫১ রান। তবে চাপের মুখে লড়াই করার ক্ষমতা তাঁর সহজাত।
শাহিন পাকিস্তানের পেস বিভাগের সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদি। বাঁ-হাতি পেসার ভারতের বিরুদ্ধে চার ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। নিঃসন্দেহে নতুন বলে শাহিন কড়া পরীক্ষা নেবেন রোহিত-গিলদের।