বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
গতকাল, মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই এবং নাগাল্যান্ড। পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দেড়শো বা তার বেশি রানের রেকর্ড গড়লেন আয়ূষ। ২০১৯ সালে বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচেই ঝাড়খণ্ডের বিরুদ্ধে দেড়শোর বেশি রানের ইনিংস খেলেছিলেন যশস্বী। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯১ দিন। গতকাল, মঙ্গলবার সেই রেকর্ডই ভেঙে দিলেন আয়ূষ। তাঁর বর্তমান বয়স মাত্র ১৭ বছর ১৬৮ দিন।
মুম্বইয়ের ভিরারের বাসিন্দা আয়ূষ। ২০২৪ সালেই মুম্বই দলেই তাঁর অভিষেক হয়েছিল। ভালো পারফরম্যান্সের জেরেই তিনি দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। ইরানি ট্রফি জয়ী দলের অন্যতম সদস্যও ছিলেন আয়ূষ। রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে ৭১ বলে ৫২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।