বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
প্রথমে ব্যাট করতে নেমে বাংলার শুরুটা অবশ্য ভালো হয়নি। ৪৬ রানে চার উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল লক্ষ্মী-ব্রিগেড। দুই ওপেনার সুদীপ কুমার ঘরামি (৪) ও অভিষেক পোড়েল (৮) চূড়ান্ত ব্যর্থ। রান পাননি সুদীপ চ্যাটার্জি (১৩), অনুষ্টুপ মজুমদারও (৯)। তবে শেষ দিকে প্রদীপ্ত প্রামাণিক দলকে লড়াকু পুঁজি এনে দেন। ৮২ বলে তাঁর অপরাজিত ৭৪ রানের ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ৫টি ছক্কায়। জবাবে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে কেরল। ফলে দু’শোর গণ্ডি টপকাতে পারেনি তারা। সবচেয়ে বেশি রান করেছেন ক্যাপ্টেন সলমন নিজার (৪৯)। বাংলার সায়ন ঘোষ একাই পাঁচটি উইকেট নিয়েছেন। দু’টি করে উইকেট নিয়েছেন কৌশিক মাইতি ও মুকেশ কুমার।