বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
আইএসএলে ১৩ ম্যাচে ইস্ট বেঙ্গলের সংগ্রহ ১৪ পয়েন্ট। লিগ টেবিলে একাদশ স্থানে রয়েছে তারা। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মুম্বই। ওজনের নিরিখে পিটার ক্র্যাটকির দলের পারফরম্যান্স মেলানো যাচ্ছে না। বিশেষ করে মুম্বই রক্ষণের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নর্থইস্ট ইউনাইটেড। হোম ম্যাচে ৩ গোলের ব্যবধানে হার মুম্বইয়ের কাছে বড় ধাক্কা। সবমিলিয়ে চলতি টুর্নামেন্টে বেশ অগোছাল ক্র্যাটকি-ব্রিগেড। সেই সুযোগ কাজে লাগিয়েই বাজিমাত করতে চান ক্লেটনদের স্প্যানিশ কোচ। এদিকে, মুম্বই ম্যাচের আগেই ইস্ট বেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন সাউল ক্রেসপো। স্প্যানিশ মিডিওকে নিয়ে তাড়াহুড়োয় নারাজ ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। জানুয়ারির তৃতীয় সপ্তাহে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে অস্কার ব্রিগেড। সেই ম্যাচে সাউল ক্রেসপোকে কিছুক্ষণ হলেও খেলাতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। আসলে স্প্যানিশ মিডিও এই দলের হৃদপিণ্ড। বক্স টু বক্স ফুটবলে দক্ষ। জিকসন সিং বা শৌভিক চক্রবর্তী মূলত ডিফেন্সিভ ব্লকার। সীমিত সামর্থ্যেও চেষ্টা করছেন তাঁরা। হাই-ভোল্টেজ ম্যাচে ক্রেসপোকে দরকার। কিন্তু মাধি তালালের বিকল্প আসবেন কবে? লাল-হলুদ সমর্থকদের অপেক্ষার পালা চলছেই।