বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
অস্ট্রেলিয়ার হয়ে ২৭টি টেস্ট ও ১১৭টি ওডিআই ম্যাচ খেলা লেম্যান প্রশংসায় ভরিয়েছেন যশস্বী জসয়ওয়ালকে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের এই তরুণ ব্যাটসম্যান দুরন্ত ফর্মে আছেন। পারথে শতরান হাঁকানো যশস্বী মেলবোর্নেও যথাক্রমে ৮২ ও ৮৪ রানের লড়াকু ইনিংস খেলেন। লেম্যানের কথায়, ‘উঠতি ক্রিকেটারদের মধ্যে সেরা দু’জনকে বাছতে হলে আমি যশস্বী ও হ্যারি ব্রুকের কথা বলব। যশস্বীর ব্যাটিং আমায় মুগ্ধ করেছে। ও আগামীর সুপারস্টার।’ পাশাপাশি বুমরাহকেও সর্বকালের সেরাদের তালিকায় রেখেছেন প্রাক্তন অজি ক্রিকেটার। তিনি বলেন, ‘ওয়াসিম আক্রাম, গ্লেন ম্যাকগ্রাদের তালিকায় বুমরাহকে রাখতে হবে। অসাধারণ বোলার।’