বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
চোটের কারণে দিমিত্রি পেত্রাতোস ও আশিক কুরুনিয়ানকে এই ম্যাচে পাচ্ছেন না মোলিনা। কার্ড সমস্যায় নেই আপুইয়া। ফিট হয়ে মাঠে ফিরেছেন গ্রেগ স্টুয়ার্ট। তবে হায়দরাবাদ ম্যাচে বেঞ্চে থাকলেও তাঁকে মাঠে নামানো নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি থিঙ্কট্যাঙ্ক। জানুয়ারিতে আরও চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে মোহন বাগানকে। তার মধ্যে ডার্বির তারিখ বা ভেন্যু চূড়ান্ত নয়। এছাড়া বাকি তিন প্রতিপক্ষ যথাক্রমে জামশেদপুর, চেন্নাইয়ন ও বেঙ্গালুরু এফসি। তাই দলের ব্যান্ডমাস্টার স্টুয়ার্টকে ফিট রাখতে চাইছে ম্যানেজমেন্ট। পাঞ্জাব এফসি ম্যাচের প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আপুইয়ার জায়গায় দীপক টাংরি ও অভিষেক সূর্যবংশিকে তৈরি রাখছেন স্প্যানিশ কোচ। মোহন বাগানের আসল শক্তি উইং-প্লে। হায়দরাবাদ ম্যাচেও সেই অস্ত্রেই বাজি মাত করতে মরিয়া মোলিনা।