বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
সোমবার ঘরের মাঠে নিউকাসলের কাছে ০-২ গোলে হার মানলেন ডে লিটরা। ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন আলেকজান্ডার ইসাক ও জোয়েলিনটন। ১৯ মিনিটের মধ্যে দু’গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ম্যান ইউ। প্রতিপক্ষ গোল লক্ষ্য করে ১০টি শট নিলে একটিও তিনকাঠির মধ্যে রাখতে ব্যর্থ রাসমাস-গারনাচোরা। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৪তম স্থানে রয়েছে ম্যান ইউ। অবনমনের আওতায় থাকা ইপসউইচের চেয়ে মাত্র ৭ পয়েন্টে এগিয়ে তারা। তাই স্বাভাবিকভাবেই দলের এই হতশ্রী পারফরম্যান্সে বেশ হতাশ কোচ আমোরিম। নতুন বছরে লিগ টেবিলে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাঁর।
হার দিয়ে বছর শেষ করল চেলসি। অবনমনের আওতায় থাকা ইপসউইচ টাউনের কাছে ০-২ গোলে বশ মানল ‘দ্য ব্লুজ’। ম্যাচে আধিপত্য দেখিয়েও কাঙ্ক্ষিত গোল তুলে নিতে ব্যর্থ এনজো মারেস্কা ব্রিগেড। পক্ষান্তরে, প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে পুরো পয়েন্ট নিয়ে অবনমনের লড়াইয়ে বড়সড় অক্সিজেন পেল ইপসউইচ। স্কোরশিটে নাম তোলেন লিয়াম ডেলাপ ও ওমারি হাচিনসন। এই হারের ফলে লিগ টেবিলে চতুর্থ স্থানে নেমে গেল চেলসি (১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট)।
ইপসউইচ টাউন- ২ : চেলসি- ০