বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
অরূপ বিশ্বাস: ফের ভারত সেরা বাংলা। কেরলের মতো শক্তিশালী দলকে হারিয়ে ৩৩তম সন্তোষ ট্রফি জয়ের জন্য কোচ সঞ্জয় সেন সহ গোটা দলকে অভিনন্দন।
সুব্রত ভট্টাচার্য: এই সাফল্যে প্রমাণিত বাংলার ফুটবলে আজও প্রতিভার অভাব নেই। প্রতিটা জেলায় প্রাক্তন ফুটবালারদের পাঠিয়ে তরুণ প্রতিভা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হোক।
অলোক মুখার্জি: কেরলকে হারিয়ে মধুর প্রতিশোধ। ওকে কোচ হিসেবে বেছে নিয়ে আমরা ভুল করিনি তা আবার প্রমাণিত।
শিশির ঘোষ: ক্লাব ফুটবলে কলকাতার তিন বড় ক্লাব সফল। সন্তোষ ট্রফিতে বাংলা সাফল্য কোনও অংশে কম নয়। বহুদিন পর তথাকথিত কর্তাদের সরিয়ে প্রচারমাধ্যমে ফুটবলাররা জায়গা পাবে, এটা ভেবে ভালো লাগছে।
দেবব্রত সরকার: বাংলার এই সাফল্য সকলের। দীর্ঘদিন ধরে পরিকল্পনামাফিক পদ্ধতি অনুসরণ করে ভারত সেরা হয়েছে আমাদের বাংলা। কোচ, ফুটবলার, কর্তাদের অভিনন্দন।
স্বপনসাধন (টুটু) বোস: কোচ হিসেবে সঞ্জয় কতটা ভালো তা ফের প্রমাণিত। দলগত সংহতির জয়। জেলার ফুটবলাররাও উৎসাহিত হবে।
দেবাশিস দত্ত: অত্যন্ত আনন্দের খবর। কোচ সঞ্জয় সেন আর ফুটবলারদের অভিনন্দন। সঞ্জয় সেনকে বেছে নেওয়ার জন্য আইএফএ কর্তাদের ধন্যবাদ।
দীপেন্দু বিশ্বাস: কোচেস কমিটির মিটিং চলাকালীন সঞ্জয় সেনকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। বাকিটা ইতিহাস। দল নির্বাচনের ক্ষেত্রেও আপোস করা হয়নি।