বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
এরপরেই সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে। বিশেষজ্ঞদের দাবি, স্নিকোমিটারে কোনও স্পাইক না থাকা সত্ত্বেও কী করে এই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশি আম্পায়ার। লাইভ কমেন্ট্রিতে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল গাভাসকর, ইরফান পাঠানরা। সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিতও প্রশ্ন তুলেছেন এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে। তিনি বলেন, ‘বুঝতে পারছি না, আম্পায়ার প্রযুক্তিকে ঠিক কীভাবে কাজে লাগিয়েছেন। কারণ গ্লাভসের পাশ দিয়ে বল গেলেও কোনও আওয়াজ পাওয়া যায়নি স্নিকোতে। তাহলে কী করে আউট দেওয়া হয়!’
স্কোরবোর্ড: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪৭৪। ভারত প্রথম ইনিংস ৩৬৯। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস (২২৮-৯ এর পর): লিয়ঁ বো বুমরাহ ৪১, বোল্যান্ড অপরাজিত ১৫, অতিরিক্ত ১৭, মোট (৮৩.৪ ওভারে) ২৩৪। উইকেট পতন: ১০-২৩৪। বোলিং: বুমরাহ ২৪.৪-৭-৫৭-৫, আকাশ ১৭-৪-৫৩-০, সিরাজ ২৩-৪-৭০-৩, জাদেজা ১৪-২-৩৩-১, নীতীশ ১-০-৪-০, সুন্দর ৪-০-৭-০। ভারত দ্বিতীয় ইনিংস (টার্গেট ৩৪০): যশস্বী ক কেরি বো কামিন্স ৮৪, রোহিত ক মার্শ বো কামিন্স ৯, রাহুল ক খাওয়াজা বো কামিন্স ০, কোহলি ক খাওয়াজা বো স্টার্ক ৫, পন্থ ক মার্শ বো হেড ৩০, জাদেজা ক কেরি বো বোল্যান্ড ২, নীতীশ ক স্মিথ বো লিয়ঁ ১, সুন্দর অপরাজিত ৫, আকাশ ক ট্রাভিস বো বোল্যান্ড ৭, বুমরাহ ক স্মিথ বো বোল্যান্ড ০, সিরাজ এলবিডব্লু বো লিয়ঁ ০, অতিরিক্ত ১২, মোট (৭৯.১ ওভারে) ১৫৫। উইকেট পতন: ১-২৫, ২-২৫, ৩-৩৩, ৪-১২১, ৫-১২৭, ৬-১৩০, ৭-১৪০, ৮-১৫০, ৯-১৫৪, ১০-১৫৫। বোলিং: স্টার্ক ১৬-৮-২৫-১, কামিন্স ১৮-৫-২৮-৩, বোল্যান্ড ১৬-৭-৩৯-৩, মার্শ ৩-২-২-০, লিয়ঁ ২০.১-৬-৩৭-২, ট্রাভিস ৫-০-১৪-১, লাবুশানে ১-১-০-০।
অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী। সিরিজে ২-১ এগিয়ে অজিরা। ম্যাচের সেরা প্যাট কামিন্স।