যে কোনও উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলতে চেষ্টা করুন। বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কাজকর্মে উন্নতির ... বিশদ
শনিবার ওয়াশিংটন ও নীতীশের জুটি রীতিমতো আলো ছড়িয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে অষ্টম উইকেটে এটা ভারতের দ্বিতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ। তালিকায় শীর্ষে রয়েছে ২০০৮ সালে শচীন তেন্ডুলকর ও হরভজন সিংয়ের তোলা ১২৯ রান। প্রবল চাপের মুহূর্তে এমন মরিয়া প্রতিরোধ প্রসঙ্গে ওয়াশিংটনের মন্তব্য, ‘পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা আলোচনা করি, ক্রিজে টিকে থাকতে হবে। প্রথম ২০ বলের পর অবশ্য সহজেই রান আসতে থাকে। মাঝে বৃষ্টির পরও ছন্দ কাটতে দিইনি।’
নীতীশকে প্রশংসায় ভরিয়েছেন অজি পেসার স্কট বোল্যান্ডও। তিনি বলেন, ‘আইপিএলে ওর ঝলক দেখেছিলাম। অস্ট্রেলিয়া এ দলের হয়েও ওর বিরুদ্ধে খেলেছি। তবে এদিন লোয়ার অর্ডারে দুরন্ত ব্যাট করল ও। পাল্টা আক্রমণে আমাদেরকেই চাপে ফেলে দিল। এখন চতুর্থ দিনে দ্রুত ভারতকে অলআউট করাই লক্ষ্য।’