যে কোনও উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলতে চেষ্টা করুন। বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কাজকর্মে উন্নতির ... বিশদ
মেলবোর্নে দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেট খুইয়ে ধুঁকছিল ভারত। শনিবার ফলো-অন বাঁচানোর গুরুদায়িত্ব ছিল রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্থের কাঁধে। তবে প্রথম এক ঘণ্টার মধ্যেই ঝুঁকিপূর্ণ শটে উইকেট উপহার দেন পন্থ। বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের বল স্কুপ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের কানায় লেগে ওঠা ক্যাচ জমা পড়ে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা নাথান লিয়ঁর হাতে। সেই সময় কমেন্ট্রি করছিলেন গাভাসকর। বেশ উত্তপ্ত স্বরে পন্থকে ‘নির্বোধ’ বলে অভিহিত করেন তিনি। সানি বলেন, ‘টেস্ট ক্রিকেটে পাঁচ নম্বরে নামা কোনও ব্যাটসম্যান এমন শট খেলতে পারে না। এই আউটের পর ওর ড্রেসিং-রুমে ঢোকাই উচিত নয়। আরও নীচে ওকে ব্যাট করতে নামানো হোক। তাহলে হয়তো কখনও কখনও রান করে দিতে পারে।’
ভারতীয় উইকেটরক্ষকের পাশে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী। তাঁর মতে, ‘চলতি সিরিজে ভাগ্য সঙ্গ দেয়নি পন্থকে। ভালো বলগুলো ওর কপালেই জুটেছে। তাই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রান করতে পারেনি। তাই ওর উপর আস্থা হারানো উচিত নয়।’