চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
অজি শিবিরে যোগ দিয়েছেন ম্যাকসুইনির পরিবর্ত স্যাম কোনস্টাস। তরুণ এই ওপেনারকে নিয়ে বেশ উচ্ছ্বসিত শেন ওয়াটসন। এক সাক্ষাৎকারে প্রাক্তন অলরাউন্ডার বলেন, ‘সঠিক সময়ে দলে সুযোগ পেয়েছে স্যাম। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। ওর আত্মবিশ্বাস জাতীয় দলের জার্সিতে কাজে লাগাতে পারবে।’ এদিকে, শেষ দুই টেস্ট থেকে বাদ পরে বেজায় হতাশ ম্যাকসুইনি। তাঁর মন্তব্য, ‘এটা আমার কাছে বড় ধাক্কা। তবে হাল ছাড়ব না। খামতিগুলো নেটে শুধরে তাড়াতাড়ি দলে ফিরব।’