চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
এদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা রানে ফিরতে বদ্ধপরিকর। এদিন এমএসজি’তে দীর্ঘ সময় ধরে স্টাম্প লক্ষ্য করে আসা বলের বিরুদ্ধে ব্যাট করলেন তিনি। যতটা সম্ভব শান দিলেন রক্ষণে। নেটে তাঁর ব্যাটিংয়ের সময় দূর থেকে কয়েকজন্য সমর্থক ছক্কা মারার অনুরোগ জানান হিটম্যানকে। শুনতে পেয়ে রোহিত বলেন, কে বললেন দেখি? ‘আপনাদের ছক্কা চাই?’ পরের বলেই অবশ্য সোজা ব্যাটে ডিফেন্স করেন তিনি। বুঝিয়ে দেন যে বক্সিং ডে টেস্টের প্রস্তুতিতে ভারতীয় দল ফোকাস থেকে কোনও ভাবেই সরবে না।
মেলবোর্নে গরম ক্রমশ বাড়ছে। টেস্টের সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। এই পরিস্থিতিতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য। সিরিজ ১-১ থাকা অবস্থায় মেলবোর্নে ঝাঁপিয়ে পড়তে চাইছে কোচ গৌতম গম্ভীরের ছাত্ররা। তবে অধিনায়কের ফর্ম নিয়েই রয়েছে দুশ্চিন্তা। তিন ইনিংসে রোহিতের মোট সংগ্রহ ১৯। ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে নেমে এলেও রানের সন্ধান পাননি। ফলে তাঁকে ঘিরে সমালোচনার বহর ক্রমশ বেড়েছে। ফের ব্যর্থ হলে যে তা কয়েকগুণ বাড়বে, সেটা জানেন রোহিত।
যশস্বী জয়সওয়াল, শুভমান গিলের ব্যাটেও ধারাবাহিকতার অভাব। সেঞ্চুরির ইনিংস ছাড়া যশস্বী একেবারেই রান পাননি। ছয় ইনিংসে সংগ্রহ ১৯৩। গিল আবার তিন ইনিংস মিলিয়ে করেছেন মোটে ৬০ রান। নেটে লম্বা সময় থাকলেন তাঁরা। যশপ্রীত বুমরাহও ঘাম ঝরালেন দীর্ঘক্ষণ ধরে। মহম্মদ সিরাজ, আকাশ দীপ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণর মতো পেসাররা টানা স্পেল করলেন। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরও পুরোদমে হাত ঘোরালেন নেটে। বিসিসিআই সেই ভিডিও পোস্ট করে লিখেছে, ‘কঠোর পরিশ্রমের কোনও বিকল্প হয় না।’