চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিকে শেষ আটের টিকিট আগেই নিশ্চিত করেছে বাংলা। শনিবার মণিপুরের বিরুদ্ধে তাই রিজার্ভ বেঞ্চকে পরখ করে নেন কোচ সঞ্জয় সেন। গত ম্যাচের প্রথম একাদশে সাতটি পরিবর্তন আনেন তিনি। তবে ম্যাচের শুরু থেকেই ম্যাচে দাপট বজায় রাখার চেষ্টা করে বঙ্গ-ব্রিগেড। পক্ষান্তরে, মণিপুর গোলের লক্ষ্যে চাপ বাড়ালেও বাংলার জমাট রক্ষণে ফাটল ধরাতে ব্যর্থ তারা।