চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
এদিকে, হ্যাজলউডের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে তৈরি ক্যাপ্টেন প্যাট কামিন্স। তিনি বলেন, ‘হ্যাজলউডের না থাকাটা অবশ্যই বড় ধাক্কা। চোট-আঘাত খেলারই অঙ্গ। আশা করব, পরের দুই টেস্টে আমি ও স্টার্ক সুস্থ থাকব। অ্যাডিলেডের পর রিকভারির যথেষ্ট সময় পেয়েছি। গাব্বাতেও বৃষ্টির কারণে বেশি ওভার বল করতে হয়নি। বক্সিং ডে টেস্টে সেরাটা মেলে ধরাই লক্ষ্য থাকবে।’ চলতি সিরিজে দারুণ ফর্মে রয়েছেন স্টার্ক ও কামিন্স। তিন ম্যাচে দু’জনেরই ঝুলিতে ১৪টি করে উইকেট। তালিকায় ২১টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন যশপ্রীত বুমরাহ। উল্লেখ্য, মেলবোর্নে হ্যাজলউডের পরিবর্তে সম্ভবত স্কট বোল্যান্ড সুযোগ পাবেন। গোলাপি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। তাই তাঁকে নিয়ে আশাবাদী অজি শিবির।