যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
তবে গোলাপি বলের টেস্টে স্টিভ স্মিথের রেকর্ড খুবই ভালো। এখনও পর্যন্ত তিনি ১১টি ম্যাচে করেছেন ৭৬০ রান। গড় ৪০-এর উপর। একটি সেঞ্চুরির পাশপাশি পাঁচটি হাফ-সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশে। অ্যাডিলেডেই পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬ সালে ১৩০ রান হাঁকিয়েছিলেন স্মিথ। দ্বিতীয় ইনিংসেও ঝলসে উঠেছিল অজি তারকার ব্যাট। ম্যাচটি সহজেই জিতেছিল অস্ট্রেলিয়া। তবে অজিদের মধ্যে গোলাপি বলের টেস্টে সফলতম মার্নাস লাবুশানে। ৬৩.৮৫ গড়ে তিনি দিনরাতের টেস্টে করেছেন ৮৯৪। তবে এই দুই তারকা চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে একেবারেই ছন্দে নেই। স্মিথ পারথ টেস্টে করেছিলেন সর্বসাকুল্যে ১৭। প্রথম ইনিংসে ফিরেছিলেন শূন্য হাতে। অফ ফর্মে লাবুশানেও। প্রথম টেস্টে তাঁর সংগ্রহ মাত্র পাঁচ। তবুও ভারতের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে অ্যাডিলেড টেস্টে এই দুই ব্যাটসম্যানের উপর বাড়তি ভরসা অজি টিম ম্যানেজমেন্টের। তার একটাই কারণ, গোলাপি বলে টেস্ট খেলার দীর্ঘ অভিজ্ঞতা। তবে স্মিথ ও লাবুশানের মাথার উপর খাঁড়া ঝুলছে। দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলে প্রথম একাদশ থেকে তাঁরা বাদও পড়তে পারেন।