যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ এগিয়ে থাকলেও আত্মতুষ্টিকে দূরে রাখাই হতে চলেছে গম্ভীরের চ্যালেঞ্জ। এই টেস্টের এগারোতে দলে ফিরছেন অধিনায়ক রোহিত ও শুভমান গিল। পারথের দল থেকে বাদ পড়ছেন দেবদূত পাদিক্কাল ও ধ্রুব জুরেল। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ থেকে ইঙ্গিত মিলেছে যে, ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুলই আসবেন। গিল সম্ভবত ফিরে আসছেন পছন্দের তিন নম্বর স্লটে। সেক্ষেত্রে মিডল অর্ডারে নামা ছাড়া উপায় নেই রোহিতের।
প্রস্তুতি ম্যাচে রান পাননি হিটম্যান। তবে তাঁকে ঘিরে সমর্থকদের আবেগ রয়েছে তুঙ্গস্পর্শী। ক্যানবেরায় ম্যাচের পর রোহিত এক ভক্তের আব্দার মেটান। যিনি দশ বছরের বেশি সময় অপেক্ষা করেছেন হিটম্যানের অটোগ্রাফের জন্য। বিসিসিআই সেই মুহূর্তের ভিডিও পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে ওঠে।
এদিকে, জল্পনা চলছে এই সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ভবিষ্যৎ নিয়ে। আভাস যা মিলছে তাতে অ্যাডিলেডেও ওয়াশিংটন সুন্দরের উপরেই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। অজি শিবিরে অবশ্য অলরাউন্ডার মিচেল মার্শকে নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটেছে। স্বয়ং তিনি নিজেকে ফিট ঘোষণা করেছেন। এমনিতেই গোলাপি বলের টেস্টে পেসার জস হ্যাজলউডকে পাচ্ছে না প্যাট কামিন্সের দল। মার্শের সুস্থ হয়ে ওঠা তাই স্বস্তি দিচ্ছে হোম টিমকে।