যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন হেড। কিন্তু তাঁকে সেঞ্চুরির দোরগোড়া থেকে ফেরান বুমরাহই। অপ্টাস স্টেডিয়ামে আর কোনও অজি ব্যাটসম্যান অবশ্য পঞ্চাশ পেরতেও পারেননি। হেড বলেন, ‘ও বোলার হিসেবে একেবারেই অনন্য। প্রত্যেকে ব্যাটারই নিজের মতো করে ওকে সামলানোর স্ট্র্যাটেজি নেবে। দ্বিতীয় টেস্টের আগে আমরা এটা নিয়ে বিশেষভাবে আলোচনাতেও বসব।’ দলে বিভেদের জল্পনা উড়িয়ে দিয়েছেন হেড। একইসঙ্গে বলেছেন, ‘অতীতেও আমরা চাপে পড়েছি। সেখান থেকে ফিরেও এসেছি। আরও চারটে টেস্ট বাকি রয়েছে। আর এমন পরিস্থিতি থেকে কীভাবে বেরতে হয় তা আমাদের জানা।’
বুমরাহর মধ্যে আবার আগামীর নেতা চোখে পড়েছে চেতেশ্বর পূজারার। পারথে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের ২৯৫ রানে জয়ের অন্যতম কারিগর গুজরাতের পেসার। পূজির মতে, ‘কোনও সন্দেহ নেই, ভবিষ্যতে দীর্ঘকালীন ভিত্তিতে অধিনায়ক হওয়ার মশলা বুহরাহর মধ্যে রয়েছে। দেশে কঠিন একটা সিরিজের পর অস্ট্রেলিয়ায় প্রতিকূল পরিস্থিতির মধ্যে ও তা দেখিয়েছে। সিরিজের প্রথম টেস্টেই এভাবে জয় তারিফযোগ্য। আমার মনে হয় নেতা হিসেবে ও সফল হতেই পারে। আর বুমরাহ বরাবরই টিমম্যান। কখনই নিজের কথা বলতে চায় না। দল সম্পর্কে, অন্য ক্রিকেটারদের সম্পর্কে বলে চলে ও।’