নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খারাপ সময় কিছুতেই কাটছে না মহমেডান স্পোর্টিংয়ের। সোমবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসি’র কাছে ১-৩ ব্যবধানে বশ মানল আন্দ্রে চেরনিশভ-ব্রিগেড। দুরন্ত গোলে ম্যাচের নায়ক মহম্মদ সানান। এছাড়া বিজয়ী দলের হয়ে স্কোরশিটে তোলেন সিভেরিও তোরো ও স্টিফেন এজে। মহমেডানের একমাত্র গোলটি মহম্মদ ইরশাদের। শেষলগ্নে পেনাল্টি মিস করেন ফ্রাঙ্কা। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে উঠে এল খালিদ জামিল ব্রিগেড। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই থাকল সাদা-কালো ব্রিগেড।
শেষ ছয় ম্যাচে জয় অধরা মহমেডানের। এরমধ্যে পাঁচটিতে হার। গোল হজম করেছে ১৪টি। দলের এই ছন্নছাড়া পারফরম্যান্সে চাপ বাড়ছে কোচ আন্দ্রে চেরনিশভের উপর। কোচ বদলের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে রেড রোডের ক্লাবটিতে।