যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
আট ম্যাচে ইস্ট বেঙ্গলের সংগ্রহ চার পয়েন্ট। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি। তাই প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন লাল-হলুদ কোচ। গত শনিবার যুবভারতীতে মোহন বাগান বনাম চেন্নাই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন তিনি। দক্ষিণের দলটির শক্তি ও দুর্বলতার খুঁটিনাটি তুলে নিয়েছেন নোটবুকে। সেই মতোই সোমবার প্রস্তুতি শুরু করে দিলেন অস্কার। তাঁর কথায়, ‘চেন্নাই যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। কোচ আওয়েন কোয়েল দীর্ঘদিন ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত। ফলে তাঁর অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। সেটপিস কাজে লাগাতে প্রতিপক্ষ পারদর্শী। তাই আমদের সতর্ক থাকতে হবে। অ্যাওয়ে ম্যাচ হলেও জয়ের লক্ষ্যেই নামবে ছেলেরা।’
নর্থইস্ট ম্যাচে লাল কার্ড দেখায় চেন্নাইয়ানের বিরুদ্ধে লালচুংনুঙ্গাকে পাবে না ইস্ট বেঙ্গল। তাই রক্ষণে ফের বদল আনতে হবে কোচ অস্কারকে। আগামী কয়েকদিন অনুশীলনে এই বিষয়ে জোর দিতে চান তিনি। একইসঙ্গে কার্ড সমস্যা কাটিয়ে নন্দ কুমার ও মহেশ সিংয়ের দলে ফেরাটা স্বস্তিতে রাখবে লাল-হলুদ কোচকে।