পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ
লাল-হলুদ কোচ গিমিক বা চমকে বিশ্বাসী নন। বরং ‘লড়কে লেঙ্গে পাকিস্তান’ মার্কা মনোভাবে উদ্দীপ্ত শিবির। নর্থইস্ট ইউনাইটেড ২১টি গোল করলেও ১৫ বার তাদের জাল কাঁপিয়েছে বিপক্ষ। অর্থাৎ ডিফেন্স পোক্ত নয়। তাছাড়া লাল কার্ড দেখায় রাইট উইং ব্যাক দীনেশ নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে শুরুতে ধাক্কা দিতে চায় ব্রুজোঁর ইস্ট বেঙ্গল। প্রথমে রে রে করে আক্রমণ শানানোর ফর্মুলা এএফসি কাপে সুপারহিট। কিন্তু আইএসএলে ছয় বিদেশির বদলে চারজনকে প্রথম একাদশে খেলাতে পারবেন স্প্যানিশ হেডস্যার। তাই কিন্তু কিন্তু থেকেই যাচ্ছে।
চলতি আইএসএলে এখনও জয় পায়নি ইস্ট বেঙ্গল। নর্থইস্ট ম্যাচের আগে তাই বেশ চিন্তায় থিঙ্কট্যাঙ্ক। তার উপর কার্ড সমস্যায় নন্দকুমার আর মহেশ সিং নেই। তাঁদের ঘাটতি মেটাতে ফর্মেশনে সামান্য বদল আনতে পারেন ব্রুজোঁ। পাল্টাতে পারে মাঝমাঠের শেপ। অনুশীলনে ইঙ্গিত, জিকসন সিংকে অনভ্যস্ত জায়গায় ব্যবহার করে প্রতিপক্ষের ছন্দ নষ্ট করতে মরিয়া তালালদের হেডস্যার।