পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ
জেড্ডায় বেঙ্কটেশ আয়ারের জন্য ২৩.৭৫ কোটি টাকা খরচ করে সমালোচিত কেকেআর ম্যানেজমেন্ট। এবার নিলামের তৃতীয় সর্বাধিক দামি ক্রিকেটার মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার। বেঙ্কটেশ সত্যিই এত দর পাওয়ার যোগ্য কিনা, তা অবশ্য তর্কসাপেক্ষ। এই প্রসঙ্গে মেন্টর ব্রাভো বলেন, ‘বেঙ্কটেশকে ফেরানো ছিল আমাদের প্রধান টার্গেট। তাতে আমরা সফল।’ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকার সংযোজন, ‘কেকেআর গতবারের চ্যাম্পিয়ন। তাই আমরা কোর গ্রুপ ধরে রাখতে চেয়েছি।’ তবে নাইটদের অধিনায়ক কে হবেন, সেটাই এখন বড় প্রশ্ন। কলকাতার ফ্র্যাঞ্চাইজির সিইও বেঙ্কি মাইসোরের ইঙ্গিত রভম্যান পাওয়েলের দিকে। এদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে ফিরতে পারেন বিরাট কোহলি। এবার নিলামে ঢেলে দল সাজালেও তেমন অভিজ্ঞ নেতা নেয়নি আরসিবি। সেক্ষেত্রে বিরাটের হাতেই ফের নেতৃত্বের ব্যাটন উঠতে পারে বলে জল্পনা।