পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ
লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি সাক্ষাতে স্প্যানিশ জায়ান্টের পাল্লা ভারি। ১১ ম্যাচে সাতবার জয় পেয়েছে রিয়াল। পক্ষান্তরে, অ্যানফিল্ডের দলটির দখলে তিনটি ম্যাচ। একটি ড্র। উল্লেখ্য, ২০১৭-২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও লিভারপুলকে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল মাদ্রিদের ক্লাবটি। তবে এবার মাঠে নামার আগে স্বস্তিতে নেই কোচ আনসেলোত্তি। একে ধারাবাহিকতার অভাব। তার উপর গত ম্যাচে চোট পেয়ে তিন সপ্তাহ মাঠের বাইরে ভিনিসিয়াস জুনিয়র। নেই ড্যানি কার্ভাহালও। তাই অ্যানফিল্ডে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ব্রাহিম ডিয়াজ। তবে লেগানেস ম্যাচে এমবাপের গোলে ফেরাটা স্বস্তিতে রাখছে কোচকে। ছন্দে রয়েছেন জুড বেলিংহ্যামও।
ঘরের মাঠে বদলার তাল ঠুকছে লিভারপুল। সাউদাম্পটনের বিরুদ্ধে মো সালাহর জোড়া গোল আত্মবিশ্বাস বাড়াচ্ছে কোচ স্লটের। তবে সেই ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন হার্ভে ইলিয়ট। এছাড়া এই ম্যাচেও নেই আলিসন বেকার, ডিয়াগো জোতারাও। তবে বাকিদের নিয়েই জয় তুলে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী লিভারপুল কোচ। বুধবার অপর ম্যাচে জুভেন্তাসের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের একাদশতম স্থানে রয়েছে ইতালির দলটি। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে প্রিমিয়ার লিগের দলটি।