পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ
বুধবার পারথ থেকে ক্যানবেরা পৌঁছবেন যশস্বী, কোহলিরা। সেখানেই হবে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে থাকবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। কয়েকদিন আগেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন হিটম্যান। স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্টে ছুটি নিয়েছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ। দুর্দান্ত ক্যাপ্টেন্সির পাশাপাশি বল হাতে জ্বলে উঠেছিলেন বুমবুম। আট উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন। তাই এটা প্রমাণিত, ভবিষ্যতের নেতা হিসেবে তিনি তৈরি।
অ্যাডিলেড টেস্টে ভারতের ব্যাটিংয়ে দু’টি পরিবর্তন প্রত্যাশিত। ক্যাপ্টেন রোহিত শর্মার পাশাপাশি ফিরতে পারেন শুভমান গিল। সেক্ষেত্রে অফ ফর্মে থাকা দেবদূত পাদিক্কাল ও ধ্রুব জুরেল পাদ পড়বেন। যদিও শোনা যাচ্ছে, শুভমান গিলকে ১০-১৪ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সক। তিনি ফিট না হলে ধ্রুব জুরেল আরও একটি সুযোগ পেতে পারেন। তবে অ্যাডিলেডে রোহিতের ব্যাটিং পজিশনে কী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সাধারণত যশস্বীর সঙ্গে ওপেন করেন হিটম্যান। কিন্তু পারথ টেস্টে তাঁর অভাব ঢেকে দিয়েছেন লোকেশ রাহুল। দুর্দান্ত লড়াই মেলে ধরেন তিনি। তা সত্ত্বেও রোহিতই হয়তো ফের যশস্বীর সঙ্গে ওপেন করবেন। সেক্ষেত্রে লোকেশ রাহুল তিন নম্বরে নামতে পারেন। এখন যা পরিস্থিতি তাতে দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটিং অর্ডার অনেকটাই বদলে যাবে।
পারথ টেস্টে গতি ও বাউন্সে বাজিমাত করতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তা বুমেরাং হয়। দ্বিতীয় টেস্টের পিচে শুরুতে পেসাররা সুবিধা পেলেও পরের দিকে স্পিন ধরবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে দুই স্পিনার খেলাতে পারে ভারত। প্রথম টেস্টে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। টিম ম্যানেজমেন্টের আস্থা ছিল ওয়াশিংটন সুন্দরের উপর। অ্যাডিলেডে অশ্বিনের রেকর্ড ভালো। জাড্ডুর ব্যাটের হাতও শক্তিশালী। সেই সব অঙ্ক মাথায় রেখেই কম্বিনেশন ঠিক করতে হবে টিম ইন্ডিয়াকে।