কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
সুপার সানডে’র দুপুরে আইপিএলের নিলাম। দশ দলের ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তারা ইতিমধ্যেই জেড্ডায় পৌঁছে গিয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, শ্রেয়সের ঝকঝকে শতরান তাঁদের কাছেও গুরুত্বপূর্ণ বার্তা। মোক্ষম সময়ে ইনিংস গড়ার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রয়েছে মুম্বইকরের। আইপিএলের নিলামে শ্রেয়সকে নিয়ে দড়ি টানাটানি শুরু হলে অবাক হওয়ার থাকবে না। তবে কলকাতা নাইট রাইডার্স ফের শ্রেয়সের জন্য ঝাঁপায় কিনা সেটাই দেখার। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসও নাকি শ্রেয়সকে পেতে আগ্রহী। তাই নিলামে ভালো দর উঠবে মুম্বইকরের।
পাশাপাশি বড় ইনিংস খেলা অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকায় জো’বার্গ আর সেঞ্চুরিয়ানে পর পর শতরান হাঁকিয়েছিলেন তিনি। এবার ঘরোয়া ক্রিকেটেও তাঁর মারমার কাটকাট ব্যাটিংয়ে ছত্রখান প্রতিপক্ষ। মেঘালয়ের বিরুদ্ধে মাত্র ৬৭ বলে ১৫১ রানের ইনিংস খেলেন হায়দরাবাদি ব্যাটার। পাশাপাশি ব্যাট হাতে নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংও।