ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
লিগে টানা ছয় ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে দুরন্ত লড়াই মেলে ধরে এক পয়েন্ট ছিনিয়ে নেয় ইস্ট বেঙ্গল। সেই সঙ্গে আইএসএলে পয়েন্টের খাতা খোলেন মাধি তালালরা। কুয়াদ্রাতের অধীনে ফুটবলারদের ফিটনেস তলানিতে ঠেকেছিল। দায়িত্ব নিয়েই এই অসুখ সারানোর দিকে জোর দেন কোচ অস্কার। দলের প্রতিটি ফুটবলারকে ম্যাচফিট করে তোলাই লক্ষ্য তাঁর। প্রত্যেকের জন্য আলাদা করে ট্রেনিং শিডিউল করছেন দলের নতুন ফিজিক্যাল ট্রেনার।
৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে নর্থইস্ট। দলের তরুণ ফুটবলারদের গতিই সবচেয়ে বড় সম্পদ পেড্রো বেনালি ব্রিগেডের। তাই ঘরের মাঠে জয়ের লক্ষ্যে প্রতিপক্ষের এই জায়গাতেই লাগাম টানতে চান লাল-হলুদ কোচ। কার্ড সমস্যায় পরের ম্যাচে দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার নন্দ কুমার ও মহেশ সিংকে পাবে না ইস্ট বেঙ্গল। তাঁদের জায়গায় দলের তরুণ ফুটবলারদের উপর আস্থা রাখতে পারেন কোচ অস্কার। অনুশীলনে প্রতিনিয়ত সকলকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছেন তিনি। চোট না সারায় বৃহস্পতিবারও আলাদাই ট্রেনিং করলেন হেক্টর ইউস্তে। নর্থইস্ট ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা ক্রমশ কমছে।