ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
আগামী দিনেও যে অধিনায়ক হতে ‘বুমবুম’ আগ্রহী, তা ধরা পড়ে ৩০ বছর বয়সির মন্তব্যে। অজি প্রচারমাধ্যম নেতৃত্বের ইস্যুতে রোহিত শর্মার সঙ্গে তাঁর দ্বন্দ্বের ছবি খুঁচিয়ে তোলার চেষ্টা করলেও বুমরাহ দারুণভাবে সামলে দেন তা। তিনি পরিষ্কার বলেন, ‘রোহিতই আমাদের ক্যাপ্টেন। নেতা হিসেবে ও দারুণ সফল। নেতৃত্ব নিয়ে কথাও বলেছি ওর সঙ্গে। সাহায্য পেয়েছি। নেতৃত্ব দেওয়া অবশ্য আমার কাছে বিশাল গর্বের ব্যাপার। বিরাট-রোহিতের নেতৃত্বের ধরন থেকে শিখেছি। তবে আমার ভাবনা একটু আলাদা। কাউকে কপি করা ধাতে নেই। আর আমি দায়িত্ব নিতে ভালোবাসি। কঠিন কাজটাই আমার সেরাটা বের করে আনে। নিজের ক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছে।’ এক অজি সাংবাদিক তাঁকে ‘মিডিয়াম পেসার’ হিসেবে চিহ্নিত করলে বুমরাহ মজার সুরে ভুল সংশোধনও করেন, ‘আমি ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করেছি। অন্তত আমাকে ফাস্ট বোলার ক্যাপ্টেন বলুন।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ হোয়াইটওয়াশের যন্ত্রণা ভুলে বর্ডার-গাভাসকর ট্রফিতে নামার কথা জানিয়েছেন বুমরাহ। তাঁর কথায়, ‘ওই পরাজয় থেকে শিক্ষা নিয়েছি। এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত। এদেশে আগে পৌঁছে কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হয়েছি। বেশ কিছুদিন ওয়াকায় অনুশীলনও করেছি। আমরা যখন ২০১৮ সালে প্রথমবার এদেশে এসেছিলাম, তখন পারফরম্যান্স করেছি। এবার তরুণদেরও দায়িত্ব পালন করতে হবে। তার জন্য আত্মবিশ্বাস জরুরি।’
বিরাট কোহলিকে বেশ কিছুদিন ধরেই টেস্টে সেরা ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে না। বুমরাহ অবশ্য তা নিয়ে ভাবছেন না। তাঁর মতে, ‘কোহলি কিংবদন্তি ব্যাটসম্যান। ওকে নিয়ে কিছু বলার নেই। ভিকে’র নেতৃত্বেই টেস্টে অভিষেক ঘটেছিল আমার। তাই ওকে কোনও পরামর্শ দেওয়ার দরকার রয়েছে বলে মনে করি না। ও আদ্যন্ত পেশাদার। আমার টিমে লিডারদের অন্যতম বিরাট।’
এদিকে, সদ্য পুত্র সন্তানের পিতা হয়েছেন রোহিত শর্মা। সুন্দর মুহূর্ত পরিবারের সঙ্গে ভাগ করে নিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে সিরিজের বাকি চারটি টেস্টে খেলবেন হিটম্যান। দেবেন নেতৃত্বও। রবিবার তিনি পারথে পৌঁছবেন বলে খবর।