ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
কন্ডিশন যাই হোক, সবসময় সেরা বোলারদের খেলানোর পক্ষপাতী সানি। তাই নিজের নামাঙ্কিত সিরিজের প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা— দুই স্পিনারকে দেখতে চাইছেন ভারতীয় দলে। তাঁর যুক্তি, ‘পিচ যেমন আচরণই করুক, সেরা দল খেলানো উচিত। অশ্বিন-জাদেজা মিলিয়ে টেস্টে প্রায় ৯০০ উইকেট নিয়েছে। দু’জনে মিনে কম টেস্ট সেঞ্চুরিও করেনি। ওরা পিচ থেকে সহায়তা না পেলেও বল হাতে অন্তত রান আটকে রাখতে পারত।’
ভারতের ইয়ং ব্রিগেডকে সানির টিপস, ‘এখানের পিচে বাড়তি বাউন্স রয়েছে। তাই ক্রিজের ব্যবহার করতে হবে। ব্যাকফুটেও যাওয়া দরকার।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরমুশ হওয়ার ধাক্কা কাটিয়ে ওঠার ব্যাপারে তিনি নিশ্চিত। প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘ব্যাটাররা যেমন আগের বলটা ভুলে পরের ডেলিভারিতে মনঃসংযোগের ট্রেনিং পায়, তেমনই ভালো দলগুলোও আগের ফল ভুলে পরেরটায় ফোকাস রাখে।’