ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
মঙ্গলবার শেষ চারের লড়াইয়ে শক্তিশালী জাপানকে ২-০ গোলে হারিয়ে খেতাবি লড়াইয়ের টিকিট নিশ্চিত করেছিল ভারত। পক্ষান্তরে, চীন বশ মানায় মালয়েশিয়াকে। গ্রুপ পর্বের দুই ফাইনালিস্টের লড়াইয়ে ৩-০ ব্যবধানে জিতেছিল ভারত। তাই বুধবার ফাইনালেও ফেভারিট হিসেবেই মাঠে নামেন দীপিকারা। তবে প্রথম খেতাব জয়ের লক্ষ্যে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় চীন। প্রথম দু’টি কোয়ার্টারে লড়াই চলে সমানে-সমানে। দু’দলই গোল করার কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছিল। এই পর্বে পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ ভারত। তবে তৃতীয় কোয়ার্টারে দলকে এগিয়ে দেন দীপিকা। পেনাল্টি কর্নার থেকে প্রথম প্রচেষ্টায় ঠিকঠাক ট্র্যাপ করতে পারেননি সুশীলা। তবে নভনীত দ্রুত তা বক্সের মধ্যে সাজিয়ে দিতেই গোল করতে ভুল হয়নি দীপিকার (১-০)। ম্যাচে পিছিয়ে পড়ে গোলের জন্য চীন মরিয়া প্রয়াস চালালেও তা ভারতীয় রক্ষণে ফাটল ধরানোর জন্য যথেষ্ট ছিল না।